তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস/২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যলয় নওগাঁ ও পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় মানববন্ধন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ্, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আশীষ কুুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, জাতীয়তাবাদি মহিলা দলের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির স্বদেশ কুমার মন্ডল, তসলিম উদ্দীন মিঞা, অজিত কুমার রায়, সুধীর তির্কী, সাংবাদিক পরেশ টুডু সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে ব্যক্তি পর্যায় থেকে দুনীতি প্রতিরোধে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে বিভিন্ন সেক্টরের দুর্নীতি প্রতিরোধ করতে সামাজিক অঙ্গীকার বাস্তবায়ন করার উপর জোরদেন এবং যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার মধ্যদিয়ে শুদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন। এসময় সাংবাদিকবৃন্দকে নিউজে সত্যতা যাচাই পূর্বক আরো বেশি দুর্নীতির প্রতিবেদন করার অনুরোধ জানানো হয়।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৫৫