সরকার জানিয়েছে, একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ক্ষমতা দখলের ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পরেই তারা বিদ্রোহটি প্রতিহত করে। এদিকে, বিকেলের পরে, বেনিনের বৃহত্তম শহর এবং সরকারী কেন্দ্র কোটোনোতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিস্ফোরণের আগে, ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে দেখা গেছে, তিনটি বিমান প্রতিবেশী নাইজেরিয়া থেকে বেনিনের আকাশসীমায় প্রবেশ করে আবার ফিরে আসে।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের একজন মুখপাত্র পরে নিশ্চিত করেন যে, তাদের যুদ্ধবিমানগুলো জাতীয় টিভি এবং একটি সামরিক শিবির থেকে অভ্যুত্থান চক্রান্তকারীদের সরিয়ে দেয়ার জন্য আকাশসীমা দখল করতে গিয়েছিল যেখানে তারা পুনরায় সংগঠিত হয়েছিল।
রোববার বেনিনে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার আগে পশ্চিম আফ্রিকায় একাধিক অভ্যুত্থান ঘটেছে, যা এই অঞ্চলের নিরাপত্তা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা বাড়িয়ে তোলে।
এদিকে, ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট তার ভাষণে বলেন যে, ‘এই অঙ্গীকার এবং সংহতি আমাদের এই সুবিধাবাদীদের পরাজিত করতে এবং আমাদের দেশের জন্য বিপর্যয় এড়াতে সক্ষম করেছে। এই বিশ্বাসঘাতকতার শাস্তি অবশ্যই পেতে হবে।’
ট্যালন আরও বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তাই আজ সন্ধ্যায় আপনাকে শান্তিপূর্ণভাবে আপনার কাজকর্ম করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’
এর আগে, সরকারের মুখপাত্র উইলফ্রিড লিয়েন্দ্রে হৌংবেদজি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।