রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

কিশোর গ্যাং,মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার বিস্তার থেকে তরুণ সমাজকে রক্ষা করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন রাঙামাটিবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ী নানান পেশার লোকজন অংশগ্রহণ করে।

মানববন্ধনের সভাপতিত্ব করেছেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক। সঞ্চালনায় ছিলেন হিল সার্ভিসের দপ্তর সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন ও মাসুদ রানা রুবেল। মানববন্ধনে বক্তারা জানান, একসময় শান্ত-নির্ভেজাল রাঙামাটি এখন কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ের ছোবল ও অনলাইন জুয়ার নেশায় বিপর্যস্ত। রিজার্ভ বাজার, কাঁঠালতলী, পৌরসভা এলাকা, শান্তিনগর, তবলছড়ি এবং কলেজ গেইটসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বক্তারা “যে নেশা তরুণদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, যে গ্যাং কালচার সমাজে অশান্তির জন্ম দিচ্ছে; তাদের এখনই আইনের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করে বক্তারা রাঙামাটিতে মাদক বিক্রি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, র‌্যাগিং, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে ২৯৯ নং আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক; ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আবু সাদাৎ সায়েম, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম, হেফাজতে ইসলাম রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম, হিল সার্ভিস রাঙামাটি জেলা সভাপতি মিনারা বেগম, এফপিএবি রাঙামাটি জেলা শাখার সভাপতি সাহিদা আক্তার, এশিয়ান টিভির রাঙামাটি প্রতিনিধি সাংবাদিক আলমগীর মানিক, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক জুই চাকমা, সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা আহ্বায়ক কামাল উদ্দিন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, রাঙামাটি হিল সার্ভিসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মাসুদ রানা রুবেল, হিল সার্ভিসের আইন বিষয়ক সম্পাদক জামাল হোসেন, বিডি ক্লিন রাঙামাটি জেলার সমন্বয়ক মো: সাইমন ইসলাম, রেড জুলাই রাঙামাটির  সভাপতি মো: তানেইম ইবনে আলম, সাধারণ সম্পাদক সাইয়েদা প্রমুখ।

মাদক বিক্রি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, র‌্যাগিং, অনলাইন ক্যাসিনো; এসব অপসংস্কৃতির পেছনে যারা আছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নিতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। সমাজকে রক্ষার জন্য প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতেই হবে।” রাঙামাটি শহরে হঠাৎ করে কিশোর গ্যাং এর দৌরাত্ম বেড়ে যাওয়ায় শহরে আইনশৃঙ্খলা অবনতি সহ সাধারণ মানুষের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। রাঙামাটি শহরকে নিরাপদ রাখতে কিশোর গ্যাং ও তাদের আশ্রয়-প্রশ্রয় কারীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন থেকে চার দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট্যরা। দাবিগুলো হলো; (১) কিশোর গ্যাং দমনে পুলিশের নিয়মিত অভিযান(২) ইয়াবা, আইস, গাঁজাসহ সব মাদকচক্র ধ্বংসে কঠোর ব্যবস্থা (৩) তরুণদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সৃজনশীল সুযোগ বৃদ্ধি (৪) স্কুল–কলেজে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার দাবি জানানো হয়েছে।

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit