আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিককে পরিকল্পিতভাবে হেনস্তার চেষ্টা করেছে রনি ও রুবেল বলে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী। জান যায়,ফুলবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে একটি জায়গা ক্রয় করেছেন শিবলী সাদিক ও তার বড় ভাই সোহেল আহমেদ। সেই জায়গাটিতে মাটি ভরাট করতে গিয়ে হেনস্থার শিকার হয় শিবলী সাদিক।
মাটি ভরাট করার একপর্যায়ে ঈদগাহ মাঠের উপর কিছু রাবিশ এবং মাটি ফেলেন শিবলী সাদিক।সেই রাবিশ এবং মাটিগুলো এস্কেপেটার দিয়ে টানতে গিয়ে ঈদগা মাঠের সাইটের কিছু অংশের মাটি নেমে আসে। এমতাবস্থায় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক রনি সেখানে এসে সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবলী সাদিকের সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং শিবলী সাদিক কে ধাক্কাধাক্কি করে।এর এক পর্যায়ে রনি ও রুবেল এলাকাবাসীকে উস্কে দেয় যে শিবলী সাদিক ঈদগাহ মাঠের মাটি খনন করছে।
পরে গ্রামবাসী ঘটনাটিকে কেন্দ্র করে একপর্যায়ে বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়ায় দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।পরে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এ বিষয়ে শিবলী সাদিক জানান,আমি এবং আমার ভাই সেখানে ২৫ শতক জায়গা ক্রয় করেছি।এই জায়গাটি রনি ক্রয় করার চেষ্টা করেছিল কিন্তু বিক্রেতা ন্যায্যমূল্য না পাওয়ায় তার কাছে বিক্রয় করেননি। আমরা ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করেছি।
ইতিপূর্বে এই জায়গা অনেকেই ক্রয় করতে গিয়েছিল কিন্তু রনি তাদেরকে ক্রয় করতে দেয়নি, হুমকি-ধুমকি প্রদান করেছে,কারণ এই জায়গাটি রনি স্বল্প মূল্যে ক্রয় করতে চেয়েছিল। আমি এই জায়গাটি ক্রয় করার পর থেকে রনি আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিবলী সাদিক আরো জানান, অনেকেই বিষয়টি সত্যতা না জেনে নিউজ প্রকাশ করেছে যে ঈদগাহ মাঠের মাটি কেটে অন্যত্রে বিক্রি করা হয়েছে, আবার কেউ কেউ লিখেছেন ঈদগা মাঠ দখল করা হয়েছে।
তিনি জানান আমার জমির সঙ্গে যেহেতু ঈদগা মাঠ লাগানো এই ঈদগা মাঠকে সুন্দর করতে এবং নামাজ পড়ার উপযোগী করতে আমার অনেক পরিকল্পনা রয়েছে আমার জায়গাটি ভরাট হয়ে গেলে ঈদগা মাঠের বাউন্ডারি নির্ধারণ করে সেখানে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে আমার। আমি ফুলবাড়ীর সকল সাংবাদিকদের কে অনুরোধ জানাচ্ছি আপনারা সরজমিনে গিয়ে ঘটনার বিস্তারিত জানার পর নিউজ প্রকাশ করবেন। এ বিষয়ে আমি আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি যেন সমাধান করা হয়।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৪