আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি কারাগারে বন্দি ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারাহ আবু আয়্যাশকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ১১০ দিন ধরে তিনি ইসরাইলি কারাগারে বন্দি আছেন বলে জানিয়েছে তাসনিম।
আটক হওয়ার পর তাসনিম নিউজ এজেন্সি তার মামলা নিয়ে অনুসন্ধান শুরু করে। কিন্তু অন্যান্য সাংবাদিকদের পরামর্শ, তার আইনজীবীর সঙ্গে পরামর্শ এবং ফারাহ আবু আয়্যাশের ব্যক্তিগত উদ্বেগের কারণে ইরানি সংবাদ সংস্থাটি এ সংবাদ প্রকাশে বিরত ছিল। তবে ফারাহ আবু আয়্যাশের কারাগারের ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী প্রকাশ এবং তার আইনজীবীর সঙ্গে পুনরায় পরামর্শের পর তার মামলা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তাসনিম।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪০