মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয়; রাঙামাটি জেলা পরিষদ নিজস্ব আইনেই চলবে
আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
Update Time :
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
৪৪
Time View
আলমগীর মানিক,রাঙামাটি : কোনো ধরনের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় রাঙামাটি জেলা পরিষদ চলবে তার নিজস্ব আইন দিয়ে। জেলা পরিষদের নিজস্ব আইনে যা বলা আছে তা দিয়েই জেলা পরিষদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। সোমবার রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে জেলা পরিষদের নিয়োগ বানিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে গেলে বিক্ষোভকারিদের স্পষ্টভাবেই এসব কথা বলেছেন চেয়ারম্যান।
এসময় বিক্ষোভকারিদের নেতৃত্বে থাকা নেতৃবৃন্দের সাথে স্বল্পপরিসরে বাকবিতন্ডায়ও লিপ্ত হন জেলা পরিষদ চেয়ারম্যান। বিক্ষোভকারিরা চেয়ারম্যানকে বলেন, চলতি বছরের গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের কপি উত্থাপন করে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলে আমি কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় আমার জেলা পরিষদের নিজস্ব আইন দিয়েই পরিষদ পরিচালনা করবো। এসময় স্মারকলিপি দেওয়ার ছবি তুলতে চাইলে তিনি বিক্ষোভকারি নেতৃবৃন্দের সাথে ছবি তুলতে অপারগতা প্রকাশ করেন।
এই ঘটনা ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারিরা রাঙামাটি জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করতে থাকে এবং জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারকে বাঙ্গালী বিদ্ধেষী আখ্যায়িত করে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। নেতৃবৃন্দ বলেন অতি শীঘ্রই রাঙামাটি জেলা পরিষদ ঘেরাও করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করা হবে। এর আগে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে শুরু করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে জেলা পরিষদে প্রবেশ করে। এসময় তারা জেলা পরিষদের বিভিন্ন ধরনের অনিয়ম দূর্নীতি ও নিয়োগ বানিজ্যেসহ কোটার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।