আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি এই ঘোষণা দেন।ডারমার ২০২২ সালের শেষের দিকে বর্তমান সরকার গঠনের পর থেকে এ দায়িত্বে ছিলেন। এর আগে, ইসরাইলি সংবাদমাধ্যম অক্টোবরে ডারমারের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিল।
ডারমার তার পদত্যাগপত্রে লিখেছেন, ‘এই সরকার ৭ অক্টোবরের হামলা এবং আড়াই বছর ধরে চলা গাজা যুদ্ধের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
ডারমার আরও লিখেছেন, তিনি তার পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মাত্র দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন, কিন্তু তার দুবার মেয়াদ বৃদ্ধি হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
নেতানিয়াহু উদ্দেশে তিনি বলেন ‘গত তিন বছরে আপনার সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য এবং এই সংকটময় সময়ে ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আপনি আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘ধন্যবাদ, রন, আমার এবং ইসরাইলের প্রতি আপনার অসাধারণ সাহায্যের জন্য। আমি নিশ্চিত ভবিষ্যতে আপনার আরও অনেক অবদান থাকবে।’
এছাড়াও ডারমার ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল
কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৫,/সকাল ১১:৫৬