ধর্ম ডেস্ক : আরবি হরফ বা বর্ণের মান হিসাব করার রীতি প্রচলিত আছে আরব ভাষাভাষীদের মাঝে। ‘আবজাদ’ মান এর মধ্যে অন্যতম। ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর যতগুলো হরফ আছে সেগুলোর আবজাদ মানের সমষ্টি হলো ৭৮৬। এজন্য অনেকে বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লিখে থাকে। কারো কারো ধারণা আছে যে, এই সংখ্যাগুলো লিখলে বা উচ্চারণ করলে ‘বিসমিল্লাহ’ লেখার বা বলার কাজ হয়ে যায়। এটা একটা ভুল ধারণা।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪০