মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান, বিএনপি মনোনীত জয়পুরহাট- ০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবীর এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল , কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,সদস্য সচিব মন্জুরে মওলা পলাশ, মহিলা দলের পারভনি আকতার রুলী,
জাহেদা কামাল, বনী রাব্বানী,বিউটি, ইসমত আরা, এ,কে, এম শাহনেওয়জ কবির শুভ্র, আদনান, শরিফুল ইসলাম, রেজা, হাসান, ফাহাদ চৌধুরী, বিপুল সংখ্ক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা। জেলা বিএনপি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৯