স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় জোটের প্রতিনিধিদল এই ১০ দফা দাবি ও নতুন গ্রেডভিত্তিক বেতন প্রস্তাব তুলে ধরে।
| গ্রেড | প্রস্তাবিত মূল বেতন (টাকা) | গ্রেড | প্রস্তাবিত মূল বেতন (টাকা) |
| গ্রেড-১ | ১,৫৬,০০০ | গ্রেড-৮ | ৬২,০০০ |
| গ্রেড-২ | ১,৪০,০০০ | গ্রেড-৯ | ৫৫,০০০ |
| গ্রেড-৩ | ১,২৫,০০০ | গ্রেড-১০ | ৫০,০০০ |
| গ্রেড-৪ | ১,১০,০০০ | গ্রেড-১১ | ৪৫,০০০ |
| গ্রেড-৫ | ৯৫,০০০ | গ্রেড-১২ | ৪০,০০০ |
| গ্রেড-৬ | ৮০,০০০ | গ্রেড-১৩ | ৩৫,০০০ |
| গ্রেড-৭ | ৭০,০০০ | গ্রেড-১৪ | ৩০,০০০ |
প্রস্তাবে গ্রেড-১৪-এ সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা এবং গ্রেড-১-এ সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করতে পে কমিশনকে অনুরোধ জানানো হয়।
বেতন কাঠামোর পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আরও ১০টি গুরুত্বপূর্ণ দাবি পেশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
* শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে।
* বাড়িভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০-৭০ শতাংশ হারে দিতে হবে।
* উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
* বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
* বিএড আইন বাতিল করতে হবে।
* কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে।
* অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
* শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে।
* শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে।
* সর্বোপরি, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১৯