ডেস্ক নিউজ : রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জরি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান৷
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই চার কর্মকর্তাকে ‘অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৪র্থ গ্রেড, টাকা ৫০০০০-৭১২০০) পদে পদোন্নতি করা হলো। তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২২