ডেস্ক নিউজ : বুধবার (২৯ অক্টোবর) দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।তিনি বলেন, আসামি রন হক সিকদার ৬০ লাখ ৯২ হাজার মার্কিন ডলার ন্যাশনাল ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলন করে বিদেশে পাচার করেন।
একইভাবে রিক হক সিকদার ২৬ লাখ ২২ হাজার মার্কিন ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলন করে বিদেশে পাচারে করে। দুই মামলায় তাদের সহযোগী হিসেবে সব মিলিয়ে ২৪ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫