আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত মে মাসে পাকিস্তান ও ভারতের মাঝে আকস্মিক সামরিক সংঘাতের সময় একেবারে নতুন সাতটি বিমান ধ্বংস হয়েছিল। তার হস্তক্ষেপের ফলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই সংঘাত থেমে যায় বলে দাবি করেছেন তিনি।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্কের মাধ্যমে যুদ্ধ ঠেকানোর প্রসঙ্গে কথা বলার সময় ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘আপনি যদি ভারত ও পাকিস্তানকে দেখেন, তারা তখন মুখোমুখি অবস্থায় ছিল।’’
ট্রাম্প বলেন, ‘‘আমরা বলেছিলাম, না, যদি আপনারা যুদ্ধ করেন, তাহলে আমরা কোনও চুক্তি করব না। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই যুদ্ধ থেমে গিয়েছিল। এটা সত্যিই বিস্ময়কর।’’উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বন্ধের হুমকিই ‘‘৭০ শতাংশ’’ সংঘাত থামাতে ভূমিকা রেখেছিল বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, আমরা যুদ্ধ এড়াতে পেরেছি। আর এই যুদ্ধ এড়ানোর ৭০ শতাংশ কৃতিত্ব বাণিজ্যের।’’
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে গত ২২ এপ্রিল হিন্দু পর্যটকদের ওপর হামলার পর ভারত ও পাকিস্তানের মাঝে সামরিক সংঘাত শুরু হয়েছিল। কাশ্মিরে হামলার ঘটনায় পাকিস্তানের জঙ্গিরা সংশ্লিষ্ট বলে অভিযোগ করে দেশটিতে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী।
তবে ইসলামাবাদ ওই অভিযোগ অস্বীকার করে এবং ভারত ‘‘মিথ্যা’’ অভিযোগে হামলা চালিয়েছে বলে অভিযোগ করে। পরে ভারতীয় হামলার জবাবে পাকিস্তানের সামরিক বাহিনীও সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন শহরে বিমান হামলা চালায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলেছে, মে মাসে চার দিন ধরে চলা ওই সংঘাতে উভয়পক্ষ বিমান হামলা, গোলাবর্ষণ ও ড্রোন ব্যবহার করে। পরে উভয় দেশই যুদ্ধবিরতিতে পৌঁছায়।
সংঘাত চলাকালীন পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি জানায় ইসলামাবাদ। এর মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক এক রাফালে যুদ্ধবিমান ছিল। তবে নয়াদিল্লি ‘‘কিছু ক্ষতি’’ স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর দাবি অস্বীকার করে। এমনকি বিমান ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট কোনও সংখ্যাও প্রকাশ করেনি নয়াদিল্লি।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত-পাকিস্তানের ওই সংঘাতের অবসানে ভূমিকা রেখে তিনি ‘‘বিশ্বের জন্য এক মহান কাজ’’ করেছেন। তবে ভারত তার এই ভূমিকার দাবি অস্বীকার করেছে। ১০ মে ঘোষিত যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনও সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছে নয়াদিল্লি।
সূত্র: আরব নিউজ।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫৫