আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা (শাটডাউন) দীর্ঘায়িত হলে নভেম্বরের মাঝামাঝি থেকেই সেনা সদস্যদের বেতন দিতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
এর আগে গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করে জানায়, চলমান অর্থনৈতিক অচলাবস্থায় সামরিক সদস্যদের বেতন পরিশোধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অজ্ঞাত দাতার কাছ থেকে ১৩০ মিলিয়ন ডলার অনুদান গ্রহণ করা হয়েছে। এই অনুদান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি একজন অত্যন্ত সক্ষম ব্যক্তি। সামরিক বাহিনীর বেতন ঘাটতি পূরণে ১৩০ মিলিয়ন ডলার দিয়েছেন। তিনি চেয়েছিলেন সৈন্যরা যেন তাদের প্রাপ্য অর্থ পান—আমিও তাই চেয়েছি। তিনি সত্যিই অসাধারণ মানুষ।
অন্যদিকে, সেনাবাহিনী ও অন্যান্য জরুরি ফেডারেল কর্মীদের বেতন প্রদানের জন্য রিপাবলিকানদের প্রস্তাবিত একটি বিল গত বৃহস্পতিবার ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে গৃহীত হয়নি। বিলটি পাসের জন্য ৬০ ভোটের প্রয়োজন থাকলেও পক্ষে পড়েছে মাত্র ৫৪ ভোট, বিপক্ষে ৪৫ ভোট। ফলে বিলটি আটকে যায় এবং সামরিক ও সরকারি কর্মীদের বেতন প্রদান এখন ঝুলে আছে।
অর্থমন্ত্রী বেসেন্ট সতর্ক করে বলেন, যদি দ্রুত কোনো সমঝোতা না হয়, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতসহ গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে।
সূত্র: আনাদোলু
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:২৩