সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় দুই দিন ব্যাপি লোক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের জিলা স্কুল মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা মিউজিক ফোরামের আয়োজনে এ লোক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: মাসুদ হাসান তুহিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
এসময় নওগাঁ জেলা মিউজিক ফোরামের উপদেষ্টা ও কথাসাহিত্যিক রবিউল করিম, মিউজিক ফোরামের সভাপতি খাদেমুল ইসলাম ক্যাপ্টেন, সাধারন সম্পাদক মাহমুদ হাসান প্রমূখ সহ স্থানীয় সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্গ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বিখ্যাত লোক শিল্পী শফি মন্ডল, এলিজা পুতুল, যাযাবর ব্যান্ড সহ আরো অনেক দেশ বরেণ্য শিল্পী বৃন্দ তাদের গান প্ররিবেশন করেন। লোকজ সংস্কৃতি আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানালেন আগত দর্শকরা। তরুণ প্রজন্মের কাছে বাংলার শিকড়ের গান পৌঁছে দেওয়াই এ উৎসবের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:৪০