মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরে র্যালী পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, জেলা শাখার সভাপতি, সাবেক কৃষি কর্মকর্তা, কৃষিবীদ আলহাজ্ব মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, জেলা প্রশাসক, আফরোজা আখতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সালেকুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা চৈতি রায়, এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনুর রহমান, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল হাই, প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মাহমুদা নাসরিন, আলহাজ্ব মীর আব্দুস সবুর প্রমুখ।
বক্তাগণ প্রবীণদের দ্রুত স্বাস্থ্য সেবা পরিচর্যায় জেলা আধুনিক হাসপাতাল হতে হেল্থ কার্ড প্রদান, বিনামূল্যে প্যাথলজিক্যাল টেষ্ট সমূহ প্রদান, সমাজসেবা অধিদপ্তর, ক্যান্সার, কিডনি, থেলোসামিয়া সহ ০৬টি রোগে ৫০,০০০/- টাকা সহায়তা প্রদান, শিশু পরিবারে পরিত্যাক্ত ১০ জন প্রবীণদের আশ্রয় ও খাদ্য প্রদান, জেলা বিভিন্ন অঞ্চলের দুঃস্থ ও অসহায় প্রবীণদের সুষ্ঠু পরিচর্যায় যুবাদের কাউন্সিলিং প্রদান এবং পুলিশ প্রশাসন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের নিরাপত্তা সেবায় ‘হেল্প ডেক্স’ চালু করেছেন মর্মে তাদের কথায় জানিয়েছেন। এদিকে অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৪