বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

‎“সংস্কার ও হত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন হওয়া উচিত”—-মাওলানা মমতাজ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, দেশের স্বাধীনতা হাজারো শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত। এ দেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। প্রয়োজনীয় সংস্কার, পিআর পদ্ধতির সংস্কার ও সকল হত্যার বিচার নিশ্চিতের পরেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।‎শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট-২ আসনের আদিতমারী অডিটোরিয়ামে দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎তিনি আরও বলেন, সামনে জামায়াতের কঠোর কর্মসূচি আসতে পারে। এসব কর্মসূচি সফল করতে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং প্রয়োজনে শহীদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।

‎তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করলে জনগণের মধ্যে আপ্যায়ন বাড়বে এবং সত্যিকারভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, “নির্বাচন-প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা না হলে কোনো নির্বাচন দেশের জন্য ফলদায়ক হবে না। তাই প্রয়োজনীয় সব সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।”মাওলানা মমতাজ উদ্দিন আরো বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি পথে তা অনুসরণ করে বিচারের মুখোমুখি করা হোক। তিনি সকল রাজনৈতিক দল, সংস্থা ও নাগরিক সমাজকে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তার ভাষায়, “অধিকতর জনগণভিত্তিক ও অবাধ নির্বাচন বাস্তবায়নের জন্য সুষ্ঠু তদন্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সব পক্ষের সমতামূলক সুযোগ প্রয়োজন।”

‎বক্তা কর্মশালায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকুক—তবে তাদের কর্মকাণ্ড সবার কাছে সমভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ হওয়া দরকার।”‎তিনি স্থানীয় নেতৃত্ব ও যুবসমাজকে একজোট হয়ে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, “শিক্ষা, রাজনৈতিক জ্ঞানের বিস্তার ও সচেতন নাগরিক অংশগ্রহণ ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। তরুণ-তরুণীদের মধ্যে জনস্বার্থ ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলে শান্তিপূর্ণ পুনর্গঠন সম্ভব।”

‎কর্মশালায় বিশেষ অতিথির বাণীতে জেলার বিভিন্ন সমাজকর্মী ও শিক্ষাবিদরাও বক্তৃতা দেন। তারা বলছেন—যুগোপযোগী ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বিতরণ, সিসিটিভি ও পর্যবেক্ষক উপস্থিতি নিশ্চিত করলে নির্বাচন প্রক্রিয়া অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। কয়েকজন বক্তা আদালত ও তদন্ত সংস্থার স্বাধীনতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।‎আয়োজকরা কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও সমস্যা চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিতরা বলেন, গণতন্ত্র রক্ষায় সকলের অংশগ্রহণ অনিবার্য এবং ন্যায়বিচারের জন্য রাজনৈতিক সহমর্মিতা ও আইনগত পদক্ষেপ দ্রুত প্রয়োজন।

‎কর্মশালা শেষে মাওলানা মমতাজ উদ্দিন স্থানীয় প্রশাসন, সংগঠক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশকে আগের চেয়ে বেশি সুবিচারপ্রিয় ও মুক্ত রাখা আমাদের সবার দায়।”‎দিনব্যাপী কর্মশালা লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদিতমারী ও কালীগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলমসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit