মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কোটপাড়ায় খন্দকার আমিনুল হক বাদশা সড়কের হোল্ডিং নং ৯০/১, ওয়ার্ড নং-৪, মরহুম হাবিব উল্লাহ খাঁনের ১০ কোটি টাকার বাড়ীর জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। ১৩ শতাংশ বাড়ির জমি নিয়ে মরহুম হাবিব উল্লাহ খানের ওয়ারিশদের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দেওয়ায় থলের বিড়াল বেরিয়ে এসেছে।
জানাগেছে, হাবিব উল্লাহ খান জার্মান প্রবাসী ছিলেন, তিনি বাংলাদেশে থাকা অবস্থায় প্রথম বিবাহ করেন এবং তার একজন শিবলী খান তোড়া নামে কন্যা সন্তান আছে, প্রথম স্ত্রী ডিভোর্স হন। পরে জার্মানিতে দ্বিতীয় বিবাহ করেন, দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র সন্তান রয়েছে, ভিনসেট খান ও নিলস খান। মৃত্যুর আগে হাবিব উল্লাহ খান তার স্থাবর অস্থাবর দেশের ও বিদেশের সমস্ত দ্বিতীয় স্ত্রী ও দুই পুত্রকে জার্মান কোর্ট থেকে উইল করে দেন।
এদিকে বাবা জার্মান প্রবাসী হওয়ায় প্রথম স্ত্রীর কন্যা শিবলী খান তোড়া, বাবার অনুপস্থিতিতে বৈমাত্রীয় ২ ভাই ও দ্বিতীয় মা কে বাদ দিয়ে, এক ভূয়া ওয়ারিশ সনদ তৈরি করেন, যেখানে প্রথম স্ত্রীর কন্যা শিবলী খান তোড়া, আতা উল্লাহ খাঁন নামে এক চাচা কে বাদ রেখে ছোট এক চাচা হাসমত আলী খান ও ফুপু মাহম্মদা খানমকে নিয়ে ৩ জনের নামে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভূয়া ওয়ারিশ সনদপত্র কুষ্টিয়া পৌরসভা থেকে সংগ্রহ করেন এবং ভূয়া সনদের মাধ্যমে জালিয়াতি করে মূল্যবান বাড়ীর জমি ভারী উৎকোচ দিয়ে খারিজ করে নেওয়া হয়েছে, সনদে আত্বীয়দের মধ্যে অনেকে বাদ পড়েছে।
খারিজকৃত তফসিল পরিচয়ে দেখাগেছে, জেলা-কুষ্টিয়া, ভূমি অফিস-কুষ্টিয়া, মৌজা-কালিশংকরপুর, বর্তমান খতিয়ান নং-২৫-১২৬৪৮,খারিজ কেস নং-২৪৬১(ষী-ষ)২০২৫-২৬,আগত খতিয়ান-৫৪৯৯, দাগ নং আর.এস-৩৯৭,জমির পরিমান ০.১৩০২০একর। বিপত্তি এখানে বাংদেশে থাকা ওয়ারিশ তার বাবার আরও এক ভাই আতাউল্লাহ খান পিতা আমানুল্লাহ খানকে বাদ দেয় এবং অপর দিকে প্রবাসী দুই ভাই ও বেঁচে থাকা দ্বিতীয় মা কেউ বাদ দেয়া হয়।
পরামর্শ জানতে চাইলে, বিশিষ্ট আইন জীবি, কলামিষ্ট ও সাংবাদিক সিরাজ প্রামানিক বলেন, বিদেশে কোন সন্তানের জন্ম হলে, তিনি দেশে এসে পৈত্রিক সূত্রে নাগরিকক্ত পাবেন এবং পিতার সম্পদের ভাগ পাবেন। কোট পাড়ায় বাড়ির ১৩ শতক জমির মূল্য বর্তমানে ১০ কোটি টাকার উপরে, এই সম্পত্তির প্রকৃত মালিক কে হবেন, এ নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছে। এদিকে জমি ক্রয়ের জন্য প্রতিদিন ক্রেতারা ভিড় জমাচ্ছে, বিদেশ থেকে সমস্ত সম্পত্তি উইল করে গেলেও আইন কি বলে, তা সময় বলে দেবে। আইনের লড়াইয়ে কে এগিয়ে তাও সময় বলে দেবে, সম্পত্তির ওয়ারিশ বর্গ বিষয়টি নিয়ে চরম দ্বন্দ্বে লিপ্ত হয়েছে।
মরহুম হাবিব উল্লাহ খানের বোন মাহমুদা খানম এব্যাপারে বলেন, কুষ্টিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি, অভিযোগে তিনি জানান আমি মহামুদা খানম (৭৩) পিতা মৃত আবুল ফজল সৈয়দ আলী খান, মাতা-মৃত আয়তন নেসা সাং ৯০/১ খন্দকার আমিনুল হক বাদশা সড়ক, কোটপাড়া, থানা ও জেলা কুষ্টিয়া।
আমি জানাচ্ছি যে, বিবাদী শিভলী খান তোড়া (৩৫) পিতা- মৃত হাবিব উল্লাহ খান এর ১ম পক্ষের মেয়ে শিবলী খান তোড়া, চাচা মোঃ হাসমত উল্লাহ খান (৭৮) পিতা মৃত আবুল ফজল সৈয়দ আলি খান, ৯০/১ আমিনুল হক সড়ক, কোটপাড়া কুষ্টিয়া। আমার ভাই মৃত হাবিব উল্লাহ খান গত ২৭-১২-২০২৩ ইং তারিখে জার্মানিতে থাকাকালীন মৃত্যুবরণ করেন। নিজেদের ওয়ারিশ সাজিয়ে উক্ত দু’জন জমি জোর পূর্বক দখল করে রেখেছে।
আমার ভাইয়ের সম্পত্তি প্রকৃত প্রাপ্ত ওয়ারিশদের দেবে না, তাদের নিজেরা নিজেদের নামে লিখে নিয়েছে, বিধায় আমি বিবেকের তাড়নায় আশঙ্কায় আছি। এ ব্যপারে থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ করেছি, যেহেতু জমিতে চরম জটিলতা রয়েছে কোন ক্রেতা জমি কোন মূলে যেন ক্রয় না করে।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২