মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে এনিমেল হেলথ অফিসার’স এসোসিয়েশন অব জয়পুরহাট এর নতুন কমিটির অভিষেক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ড্রাগিস্ট এন্ড কেমিস্টস অফিসে ‘আহজ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন।
এসময় আহজ এর প্রধান উপদেষ্টা ও জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন জয়পুরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ আব্দুল হাকিম, জয়পুরহাট জেলা ভেটেরিনারী অফিসার ডাঃ রুস্তম আলী, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এমএ ওহাব, জেলা যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, ভেটেরিনারী অফিসার ডাঃ রাশেদুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলীম মন্ডল, জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ জুয়েল, জেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্টস সমিতির সভাপতি জুয়েল, জয়পুরহাটে এনিমেল হেলথ অফিসার’স এসোসিয়েশন অব জয়পুরহাট (আহজ) এর নবাগত সভাপতি এটিএম মাজহারুল হক সেঞ্জু, সংগঠনটির উপদেষ্টা তনু মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে ২২সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে নতুন এ (আহজ) কমিটিকে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তারা সেই সাথে নতুন কমিটিকে নতুন উদ্যোমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেয়া হয়।