মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে এক মহিলার (৩০) সাথে অনৈতিক কাজের সময় শাহ নেওয়াজ সেতু (৩৩) নামের এক শিক্ষককে হাতে নাতে ধরে উত্তোম মাধ্যম দিয়ে কাজি ডেকে বিয়ে দিয়ে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিরোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লম্পট শাহ নেওয়াজ সেতু উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদ এর পুত্র ও মাগুরা সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রীর সাথে ওই শিক্ষকের পরকিয়ার সম্পর্ক। তারা নিয়োমিত উপজেলার বিরোপাড়া গ্রামের এক ভাড়া বাসায় গিয়ে মেলামেশা করতো। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ওই দিন রাতে যখন তারা অনৈতিক কাজে লিপ্ত হলে তখন তাদের হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে কাজি ডেকে ১৫ লাখ টাকা দেন মোহরে বিয়ে দিয়ে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী ওই মহিলা জানান, শাহ নেওয়াজ সেতু যখন ভুইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন তখন তার মেয়ে ওই স্কুলে পড়তো,সেই সুবাধে তার সাথে পরিচয়। মাঝে মধ্যে ওই শিক্ষক তাকে ফোন করতো। এরই এক পর্যায়ে তার সাথে প্রমের সম্পর্ক গড়ে উঠে এবাং বিয়ের প্রলভোন দিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক করে। এভাবেই নিয়োমিত ভাবে ওই বাসায় তাদের মেলামেশা অব্যাহত থাকে। ওই দিন এলাকাবাসী তাদের এক সাথে ধরে ভিডও ধারন করে এবং ১৫ লাখ টাকা কাবিনে বিয়ে দিয়ে দেয়। গভীর রাতে শাহ নেওয়াজ সেতুর আত্মীয় স্বজনরা এসে আমাকে রেখে তাকে নিয়ে যায়। আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে যেন আমি তাকে ছেড়ে দিই, কিন্তুআমি তার সংসার করতে চাই। এছাড়া কাজিকে টাকার লোভ দেখিয়ে কাবিনের কপি উধাও করার চেষ্টা চালাচ্ছে সেতুর পরিবার।
এবিষয়ে গোপালপুর পৌরসভার কাজি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার মাধ্যমেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।এলাকাবাসীরা আরো জানান, ওই শিক্ষক একজন চরিত্রহীন ও লম্পট, তার দুটো স্ত্রী ও সন্তান রয়েছে। তার পরেও এধরনের ঘটনা আরো রয়েছে। ঢাকায় পড়াশোনার সময় কাজের বুয়ার সাথে অনৈতিক কাজের সময় ধরারপড়ে ৩ লাখ টাকা জরিমানা দিয়েছে। এছাড়া ভুইয়াপাড়া স্কুলে চাকরির সময় একবা ধরা পড়েছে।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩১