মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে শান্তিপূর্ন পরিবেশে, মহা ধুম ধামের সহিত ও উৎসব মুখর পরিবেশে ৪১ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় এ তথ্য জানান তিনি।
লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আবির হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী লালপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান সিদ্দিকী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, লালপুর থানার পুলিশ পরিদর্শক এস.এম রিয়াজুল হাসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর শাখার সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৪১টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গণমাধ্যম কর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, এবছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, প্রতিটি পূজা মন্ডপে ৫০০কেজি করে চাউল অনুদানের ব্যবস্থা করা হয়েছে, পূজা মন্ডপগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় পূজা কমিটির পাশাপাশি আনসার সদস্য, পুলিশ সদস্য, টহল পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল কাজ করবে।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৪