বিনোদন ডেস্ক : মূলত সালমানের একটি ফ্যানপেজ থেকে এ ছবিগুলো শেয়ার করা হয়েছে। যেখানে সালমানকে স্থানীয় মানুষ ও সেনা সদস্যদের সঙ্গে দেখা গেছে। এর মধ্যে সামরিক পোশাকে তার উপস্থিতি ভক্তদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে।
এর আগে সালমান নিজেও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে ক্ল্যাপারবোর্ডে ঢাকা তার মুখের আংশিক অংশে দেখা যাচ্ছিল রক্তমাখা দাগ। সাথে ক্যাপশনে ছিলো শুধু একটি হ্যাশট্যাগ, ‘#BattleOfGalwan’।
উল্লেখ্য, গত জুলাইয়ে মুক্তি পাওয়া ফার্স্ট লুক টিজারেই নজর কাড়েন সালমান। সেখানে তাকে যুদ্ধক্লান্ত, রুক্ষ চেহারা। দেখা যায় রক্তের দাগ, চোখে দৃঢ় সংকল্প। আর দর্শকেরা সেই লুকে খুঁজে পেয়েছিলেন দেশপ্রেম ও বীরত্বের আবহ। জানা গেছে, কর্নেলের চরিত্র ফুটিয়ে তুলতে সালমানকে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিতে হয়েছে।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:১৪