রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার রেকডিও মালিক জমেলা বেগমের জেল নং ৮৮ এর ১৫টি দাগে ২ একর ৯১ শতক জমির দখল বুঝিয়ে দিয়েছেন প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত লাল নিশানা টাঙিয়ে ঢাক-ঢোল পিটিয়ে এসব জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া জমি উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের ক্ষুদ্র বাশবাড়ি এলাকায় ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা সকালে ঘটনাস্থলে উপস্থিত হন। জমি মেপে লাল কাপড়ের খুঁটি বেঁধে দেন ।প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়,রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড় মৌজায় খারিজ নং ২৫১০৯ জমি পরিমান ২ একর ৯১ শতক জায়গা কোটের নর্দেশে প্রকৃত মালিক জমেলার সন্তনদের দখল করে বুঝিয়ে দেওয়া হল। এসময় জমিটির প্রকৃত মালিক ,সার্ভেয়ার আবুল কালাম ও রাণীশংকৈল থানার পুলিশ উপস্থিত ছিলেন। ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমিটি বুঝিয়ে দেওয়ায় উচ্ছাস প্রকাশ করেন ঐ এলাকার জনসাধারণ।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৫৫