খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জাজিরায় আলোচিত জোড়া খুনের প্রধান ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬ সেপ্টেম্বর শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুর থেকে খবির সরদার হত্যা মামলার আসামী ও শরীয়তপুরের আলুবাজার থেকে আলমাছ সরদার হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, র্যাব-৮ ও র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে খবির সরদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী দেলোয়ার হোসেন গগন ও কামাল সরদার কে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভোলারটেক এলাকা থেকে গ্রেফতার করে। অপরদিকে আলমাছ সরদার হত্যা মামলার প্রধান আসামী দানেশ সরদার কে শরীয়তপুরের সখিপুর থানার আলুরবাজার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে।
জাজিরা থানা অফিসার ইনচার্জ মাইনুল ইসরাম বলেন, হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের র্যাব থানায় হস্তান্তর করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাত ৯টার দিকে জাজিরার উমরদ্দি মাদবর কান্দি এলাকায় পূর্ব শত্রতার জেরে খবির সরদারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় আলমাছ সরদারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পুকুরে ডুবিয়ে প্রতিপক্ষের লোকজন হত্যা করে। উভয় হত্যার বিষয়ে জাজিরা থানায় মামলা হয়। সেই মামলার আসামীদের গ্রেফতার করেছে র্যাবের যৌথ টিম।
কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৩৩