শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল বর্ডার গার্ড বিজিবি সদস্যরা স্থলবন্দরে অবস্থিত ভারতীয় ট্রাক চালক ও তার হেলপারকে ইয়ার পিস্তলসহ আটক করেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে। আটককৃত ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। আটক দুজনের বাড়ি ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় এলাকায়।
যশোর ৪৯ বিজিবি’র সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, বাংলাদেম ও ভারত থেকে আমদানি ও রপ্তানিকৃত পন্যবাহী ট্রাকের মাধ্যমে যাহাতে কোন প্রকান অবৈধ্য পন্য বা অস্ত্র ও মাদক বহন না হয় তার জন্য সন্দেহ ভাজন ট্রাক দেশে ঢোকার আগে তল্লাশী করা হয়।
তিনি বলেন রোববার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় একটি ট্রাকে অস্ত্র বহন হচ্ছে। এমন সংবাদে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে কাঁচা মরিচবাহী ভারতীয় একটি ট্রাকে তল্লাশী করে কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয় বলে জানান। তিনি জানান কোন প্রকার অস্ত্র ও মাদক বাংলাদেশে বহন করা নিষিদ্ধ থাকায় তা জব্দ করা হয়। যার ট্রাক নং সিজিও ৪ পি ইউ ৫২৮৮। এ সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।
এ ব্যাপারে ভারতীয় ট্রাক চালক গুরজীত সালুজা জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে তারা অস্ত্রের বৈধ্য কোন কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে আটককৃতদেরকে অস্ত্রসহ বেনাপোল পোর্ট থানায় সোপদ্য করা হয়েছে। মামলা হয়েছে অস্ত্র আইনে।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাসেল মিয়া জানান,বেনাপোল বিজিবি দুইজনকে একটি ইয়ার পিস্তলসহ থানায় সোপর্দ করেছে। তিনি বলেন অস্ত্র আইনে মামলা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:২২