শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

আজ ঢাকার বাতাসের মান কেমন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭৮ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ তালিকায় শীর্ষ ৬টি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭তম। একিউআই স্কোর ৮৬ নিয়ে ঢাকার বাতাস আম ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৫.৬ গুণ বেশি রয়েছে। 

আজ পীরেরবাগ রেললাইন (১২৪) এলাকায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে। এরপরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১০৫) ও কল্যাণপুর (১০৫)। এই ৩ এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (৯০), মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (৯০), গোড়ান (৮২), মাদানি সরণির বেজ এজওয়াটার (৮১) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit