নিউজ ডেক্সঃ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি নিবন্ধিত কর্মীর সংখ্যা প্রকাশ করেছে। যেখানে অস্থায়ী কর্মী ভিজিট পাস হিসেবে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি রয়েছে যা মালয়েশিয়ার বিদেশি কর্মীদের ৩৭ শতাংশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা বেশি।
কেডিএন জানিয়েছে, কোভিড-১৯ পরবর্তী সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়তার লক্ষ্যে ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ শিথিলকরণ পরিকল্পনা চালুর পর সেই বছর ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন নতুন বাংলাদেশি কর্মী এসেছে।
এদিকে, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশি নাগরিক অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, পাসের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করার জন্য ৭৯০ জনকে আটক করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার উৎপাদন, নির্মাণ, প্ল্যান্টেশন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/বিকালঃ ০৫.৪০