বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

‎ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক কর্মশালা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের (এমএসএমই) উদ্যোক্তাদের মুখ্য সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান কৌশল নির্ধারণ ম্যাক্স ফাউন্ডেশন আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (২৪ আগষ্ট) বিকেলে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে ‘হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)’ এর আওতায় ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিতকরণ কৌশল’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

‎এসময় কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জিডিপির প্রায় ৩০% এই খাত থেকে আসে এবং এটি প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে একটি শক্তিশালী চালিকাশক্তি। বক্তরা আরো বলেন, লালমনিরহাট জেলায় এইচভিইউপি কর্মসূচির মাধ্যমে নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের উদ্যোগের টেকসই উন্নয়নে কাজ করা হচ্ছে।

‎ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার ডা. মিথুন গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। এসময় লালমনিরহাট জেলার ডিডিএলজি, স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), উপজেলা কৃষি অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক, বিশিষ্ট আইনজীবী, সাংবাদিকবৃন্দ এবং ইউনিলিভার, স্কয়ার টয়লেট্রিজ, এসএমসি, আরএফএল এর মতো বেসরকারী কোম্পানির প্রতিনিধিগণ।

‎এছাড়াও, ইএসডিও, ব্রাক, আরডিআরএস, নজির, গাক-সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিও’র প্রতিনিধি, ম্যাক্স ফাউন্ডেশন-এর ওয়াশ ভ্যালু চেইন স্পেশালিষ্ট মো: আমিনুল ইসলাম মৃধা, এইচভিইউপি প্রকল্পের ফোকাল পারসন আবু জাফর নুর মোহাম্মদ, ইএসডিও-এর প্রজেক্ট ম্যানেজার মো: মাসুদ রানা এবং এম এ কাহার বকুল, মো: বাবুল আক্তার জামান ও মো: জাহিদুল হক উপস্থিত ছিলেন। কর্মশালায় লালমনিরহাট জেলার নারী ক্ষুদ্র উদ্যোক্তা, স্যানিটেশন উদ্যোক্তা, পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মূল্যবান অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

‎কর্মশালায় অংশগ্রহণকারীরা একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধান কৌশল প্রস্তাব করেন। আলোচনায় উদ্যোক্তাদের পুঁজি সংকট, বাজার ব্যবস্থাপনা, উৎপাদন কৌশল, প্রযুক্তির অভাব এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রবেশগম্যতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার দাবি জানান। ‎এসময় কর্মশালার সভাপতি, ডা. মিথুন গুপ্ত তার বক্তব্য বলেন, “ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এইচভিইউপি কর্মসূচির মাধ্যমে আমরা চাই লালমনিরহাটের এই উদ্যোগী মানুষগুলো যেন তাদের ব্যবসাকে আরও টেকসই ও লাভজনকভাবে গড়ে তুলতে পারে। আজকের এই কর্মশালায় যে মতবিনিময় ও সুপারিশগুলো উঠে এসেছে, তা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit