আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের এক রেস্তোরাঁ থেকে অর্ডার করা মুরগির মোড়কে মানুষের আঙুলের ডগা পেয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মেরি এলিজাবেথ স্মিথ (৪৩) এর সাথে। যা দেখে তিনি ‘মানসিকভাবে আঘাতপ্রাপ্ত’ হয়েছেন। স্মিথের দায়ের করা মামলা অনুযায়ী বিষয়টি ২০২৩ সালে অ্যাস্টোরিয়ার “ক্রিয়েট” নামক একটি ভূমধ্যসাগরীয় রেস্তোরাঁয় ঘটেছে। স্মিথের জানান, তিনি সেখানকার নিয়মিত ক্রেতা ছিলেন। সেখানে তিনি সপ্তাহে কমপক্ষে দুবার খেতে অভ্যস্ত ছিলেন।
অন্যদিকে রেস্তোরাঁর মালিক কারাগিয়ানিস অভিযোগটি কে অস্বীকার করেছেন।তিনি এটিকে ‘অহংকারপূর্ণ ও প্রতারণামূলক’ মামলা বলে মন্তব্য করেছেন। তিনি জানান ঘটনার দিন কোনো নারী কর্মী সেখানে কাজ করছিলেন না। তিনি ডিএনএ পরীক্ষা করতেও আগ্রহ দেখাননি। কারাগিয়ানিস আরও বলেন, ‘ক্রিয়েটের’ কাউকে যদি এই আঙুলের টুকরো না দেখে যেতে হয়, তবে তার চেয়ে একদিনে দু’বার লটারি জেতা সহজ। এটি হাস্যকর। মামলার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে, তবে ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪১