আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ এ চিত্রাংকন প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে শিক্ষার্থী হিসেবে ৩য় স্থান অধিকার করে পাবনার জন্য গৌরব বয়ে এনেছেন, পাবনা সদর উপজেলার দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক)ছাত্র এস এস তাশরীফ।
তাশরীফ জেলা শিল্পকলা একাডেমী পাবনার চারুকলা বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে আর. এম. একাডেমী স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত। গত ১৮ আগস্ট ২০২৫ সে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত হয় এবং বিভিন্ন প্রতিযোগীতায় ৬০টি পুরস্কার অর্জন করেছে।
এস এস তাশরীফ পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাফিজুর রহমান ও দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা. তুহিনা আক্তার দম্পতির বড় সন্তান। মেধাবী শিক্ষার্থী এস এস তাশরীফ ১ম-৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে ১ম স্থান অর্জন করেছে।
কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৮