শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

‎স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল—-দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎লালমনিরহাট প্রতিনিধি : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। দলের সংকট-সংগ্রামের দিনগুলোতে স্বেচ্ছাসেবক দল সাহসিকতার সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‎মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেলা শ্রমিকদল কার্যালয় সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে তার নেতৃত্বে সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশনমোড় গোল চত্তরে এসে শেষ হয়। ‎কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে এই দলের অবদান অনস্বীকার্য।”

‎তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের সংকটময় মুহূর্তে এই সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে থেকে আত্মত্যাগ ও সংগ্রামের দৃষ্টান্ত স্থাপন করেছে।”‎তিনি আরো বলেন, “স্বেচ্ছাসেবক দল হলো তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে নিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

‎দুলু বলেন, “৪৫ বছরের এই পথচলায় আমরা গর্বিত। আগামীর দিনে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।”‎তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক দল গণমানুষের অধিকার রক্ষায় সবসময় জনগণের পাশে থাকবে।”‎লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে

‎এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মাইদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit