জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য গুরুত্ব ও নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা কালেক্টরেট স্কুলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের মূল লক্ষ্য হচ্ছে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তারা উল্লেখ করেন, দেশের প্রাণিজ আমিষের প্রায় অর্ধেকই আসে মাছ থেকে এবং প্রতিবছর মাছ রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এ জন্য নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয়ে দেশি মাছ সংরক্ষণ এখন সময়ের দাবি।জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, পোস্টার ও লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা এবং মাছচাষিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত মাছ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করছে। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্যজীবীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।