শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেব’র মা হায়জুননেছা ইন্তিকাল করেছেন। রবিার রাত সাড়ে ৯ টায় শার্শার নিজ বাড়িতে তিনি ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়ষ হয়েছিল ৯৭ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-পুতি সহ অনেক হুনগ্রাহি রেখে গেছেন।
মরহুমা হায়জুননেছা শার্শা গ্রামের মৃত আকবার আলী মোড়লের স্ত্রী ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেব’র মা।শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরঙ্গজেব জানান, গত কয়েকদিন ধরে তার মা কিছুটা অসুস্থবোধ করছিল। এই অশস্থায় বার্ধক্য জনিত কারনে রবিবার রাত সাড়ে ৯ টার দিতে তিনি ইন্তিকাল করেন। সোমবার সকাল ১১ টার সময় শার্শা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:৩২