মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
রবিবার, ১০ আগস্ট, ২০২৫
২৯
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর আওতাধীন মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যােগে অসহায় দু:স্থ মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকালের দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্পে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি।এসময় মাটিরাঙ্গা জোনের মেজর সামিউল হক সামি সহ পদস্থ সামরিক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।মানবিক সহায়তা কর্মসূচীর মধ্যে ৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য অর্থ ও সামগ্রী, ৩০ জন পাহাড়ী ও বাঙ্গালীকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী এবং মানিকচন্দ্রপাড়া ও অভ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা কর্মসূচিতে এলাকার স্থানীয় প্রায় ২০০ জন পাহাড়ী ও ১০০ জন বাঙ্গালীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী,গুইমারা মেডিকেল (সিএমএইচ) অফিসার হিসেবে দায়িত্বরত ক্যাপ্টেন সুমাইয়া রহমান। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এই জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবিক সহায়তা কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।সহায়তা পেয়ে উপকার ভোগীরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।