লাইফ ষ্টাইল ডেস্ক : ১. নিজের সাফল্য নিজেই উদযাপন করুন
এই সময়টা হল সোশাল মিডিয়ার যুগ। নতুন জামা থেকে শুরু করে গাড়ি— সব কিছুই মানুষ শেয়ার করেন। লাইক, কমেন্টের ভিড়ে অনেকেই পরিশ্রমের মূল্য ভুলে যান। অথচ যারা প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা জানেন না সেই সাফল্যের পেছনের ঘামঝরানো কাহিনী। তাই অন্যের প্রশংসার অপেক্ষায় না থেকে নিজের সাফল্য নিজেই উদযাপন করুন। আত্মবিশ্বাস রাখুন নিজের উপর।
২. আগে শুনুন, পরে বলুন
অনেকেই আছেন যারা কথা বলার সময় শুধু জবাব দেয়ার তাগিদে মন দেন, প্রশ্নটা ঠিকমতো বোঝেন না। আবার কেউ কেউ সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কথা না শুনেই নিজের প্রশ্ন করে চলেন। এটা সঠিক নয়। আগে মন দিয়ে শুনুন, বুঝুন, তারপর উপযুক্ত উত্তর বা প্রশ্ন দিন।
৩. নিজের আচরণে সাবধান হোন
জীবন বারবার সুযোগ দেয় শিখে নেয়ার। তাই আগের ভুল থেকে শিক্ষা নিন। আপনার আচরণ আশপাশের মানুষদের ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ভাবুন। সিদ্ধান্ত নেয়ার আগে নিজেকে সামলে, ধীরে সুস্থে পা ফেলুন।
৪. একাকীত্বকে কাজে লাগান
এখনকার প্রতিযোগিতার সময়ে সবাই ব্যস্ত। তবুও নিজের মনকে আগে গুরুত্ব দিন। একা সময় পেলেই মন খারাপ করার বদলে সেই সময়টা নিজেকে গুছিয়ে নেয়ার কাজে লাগান। একাকীত্ব সবসময় খারাপ কিছু নয়, বরং নিজেকে ফিরে দেখার এক বড় সুযোগ।
৫. চারপাশের দিকে নজর দিন
ব্যস্ত জীবনে আমরা আশপাশের অনেক কিছুই উপেক্ষা করি। অথচ আমাদের চারপাশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই শেখার উপকরণ। তাই সচেতন থাকুন, খেয়াল রাখুন কী ঘটছে। সচেতন দৃষ্টিভঙ্গিই আপনাকে আলাদা করে তুলবে।
৬. নিজের গুরুত্ব বোঝান
সবসময় সবার কাছে নিজেকে ‘অ্যাভেইলেবল’ রাখবেন না। এতে আপনার নিজের মূল্য কমে যায়। যারা সত্যি আপনাকে গুরুত্ব দেন, তাদের সঙ্গেই সময় কাটান। নিজের জন্য সীমারেখা তৈরি করুন, কারণ এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি।
৭. অ্যাম্বিশনের ভারে পিষ্ট হবেন না
চেষ্টা করুন, কিন্তু সবকিছু নিজের মতো হবে এই প্রত্যাশা রাখবেন না। উচ্চাকাঙ্ক্ষা ভালো, তবে সেটি যেন আপনার মনকে গ্রাস না করে ফেলে। ফলাফল সবসময় আপনার নিয়ন্ত্রণে নেই— এই সত্য মেনে নিন। আপনি নিজের সর্বোচ্চটা দিন, বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিন।
জীবনে সাফল্য পেতে হলে বড় সিদ্ধান্ত নেয়ার চেয়ে ছোট অভ্যাসগুলোকেই গুরুত্ব দেয়া দরকার। নিজেকে একটু বুঝুন, সময়কে সঠিকভাবে ব্যবহার করুন, দেখবেন সাফল্য ধীরে ধীরে আপনাকেই খুঁজে নেবে।
কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:১২