আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীর দখল এবং দখলকৃত ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণের আহ্বান জানিয়ে নেসেটে ইসরাইলি সরকারের প্রস্তাব পাসের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় চলমান গণহত্যা এবং পশ্চিম তীরে নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে মিলে যাওয়া এই পদক্ষেপ ফিলিস্তিনকে একটি ভূমি, জাতি এবং স্বাধীন পরিচয় হিসেবে মুছে ফেলার জন্য সরকারের নিরলস প্রচেষ্টাকে প্রকাশ করে।
ইহুদিবাদী সরকার তার নৃশংস এজেন্ডায় কোনো সীমানা স্বীকার করে না, জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনকে স্পষ্টভাবে উপেক্ষা করে।’এতে আরও বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান সব জাতি এবং আন্তর্জাতিক সংস্থাকে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করার এবং দখলদারিত্ব ও বর্ণবাদ থেকে তাদের মুক্ত করার জন্য তাদের আইনি, নৈতিক এবং রাজনৈতিক বাধ্যবাধকতা পালনের আহ্বান জানিয়েছে।’
ইরান আরও সতর্ক করে বলছে যে, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধ বন্ধে বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা কেবল শাসকগোষ্ঠীর নৃশংসতাকে আরও উৎসাহিত করবে এবং সমগ্র অঞ্চলে এর আইনহীন আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলবে। বিবৃতিতে বিশ্বের সব দেশকে—বিশেষ করে আঞ্চলিক এবং ইসলামী সরকারদের-ইসরাইলি সরকার এবং তার সমর্থকদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, ইহুদিবাদী সত্ত্বার গণহত্যা, যুদ্ধবাজ এবং সম্প্রসারণবাদী নীতি বন্ধ করতে বাধ্য করার জন্য তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার ইসরাইলে নেসেট ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এতে যুক্তি দেওয়া হয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ‘ইসরাইলের জন্য অস্তিত্বগত বিপদ ডেকে আনবে। পরে অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডান উপত্যকার অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩