খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে ৫০ হাজার ফলজ ও বনজ চারা বিতরন
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
রবিবার, ২০ জুলাই, ২০২৫
২
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পরিকল্পনা-নির্দেশে জলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরন ও বৃক্ষরোপন করা হয়েছে।রবিবার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বরে ফলজ ও বনজ চারা বিতরন কার্যত্রুম উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনঅনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজররুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব হৃদয় নূর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, শ্রমিক দলের সভাপতি আসলাম কালু, সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, মৎসজীবি দলের সদস্য সচিব মোঃ রিয়াজ প্রমূখ।
কর্মসূচির প্রথম দিন ১০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ,ঔষধি ও বনজ চারা বিতরণ ও খাগড়াছড়ি পৌর শহরে এক কিলোমিটার সড়কে বৃক্ষরোপন করা হয়।খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পরিকল্পনা-নির্দেশে ৫০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেন জুলাই-আগষ্ট বীর শহীদদের মনে রাখতে পারি।