জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর মাটিরাঙ্গা ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যদের অভিযানে খাগড়াছড়ি আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ প্রসিত খীসা (মূল) দলের তিন সশস্ত্র সন্ত্রাসীকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি সহ আটক করেছেন সেনাবাহিনী।
রবিবার (২০ জুলাই) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা ডিবিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মংচিং মারমা (৪৬), সুমেন চাকমা (১৯), মাংগাই অং মারমা (২৫) নামের তিন সন্ত্রাসীকে ০১টি দেশীয় তৈরি এলজি, ০২ রাউন্ড কার্তুজ, ০১ টি পাহাড়ি দা, ০১ টি দেশি ছুরি, চাঁদা আদায়ের রশিদ বই, দেশী মদের বোতল সহ গ্রেফতার করে।পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদেরকে মাটিরাঙ্গা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/রাত ৮:০৬