ডেস্ক নিউজ : ময়মনসিংহের মুক্তাগাছায় যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, পবিত্র কুরআন খতম ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) উপজেলার খেরুয়াজানী ইউপির ভিটিবাড়ী কওমী দারুল উলূম মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভিটিবাড়ী কওমী দারুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা আমিরুল ইসলাম জমীরী বলেন, ‘যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন শিল্প উদ্যোক্তাদের মাঝে অন্যতম। তিনি হলেন শিল্প স্থাপনের দক্ষ্য কারিগর এবং কর্মসংস্থান সৃষ্টিকারী। যার অবদানে বাংলাদেশের মিডিয়া জগতে যুগান্তর ও যমুনা টেলিভিশন দেশের কোটি কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। ’
আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম জমীরী। এ সময় স্বজন উপদেষ্টা সোহেল রানা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বজলুর রশীদসহ স্বজন সদস্য রাসেল মিয়া, রুবেল মিয়া,হাফেজ জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩০