বিনোদন ডেস্ক : ২০১৬ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন আলিয়া ও সিদ্ধার্থ। সম্পর্ক আরও গভীর হয় ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় অভিনয়ের সময়। কিন্তু হঠাৎই ২০১৭ সালে রাগের বশে সিদ্ধার্থের সঙ্গে প্রেমের ইতি টানেন আলিয়া।
অন্যদিকে প্রেম ভাঙার পর এক সাক্ষাৎকারে আলিয়ার কাছে প্রেম ভাঙার কারণ জানতে চেয়েছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান। সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে বরুন আলিয়াকে জিজ্ঞাসা করেন,জীবনে এমন কোনো সিদ্ধান্ত কি নেয়া হয়েছে যাতে কারো, এমনকি তোমার পোষ্যর কোনো এতে ক্ষতি হয়েছে? উত্তরে আলিয়া বলেন,আমার মনে হয় না আমার এমন কোনো সিদ্ধান্তে কারো ক্ষতি হয়েছে।
বরং এমন হয়েছে রাগ করে নেয়া আমার কোনো সিদ্ধান্ত নিয়ে আমিই পরে আফসোস করেছি। প্রসঙ্গত, আলিয়ার সঙ্গে সম্পর্কে থাকার সময় প্রেমিকাকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ। সে কুকুর এখনো আগলে রেখেছেন আলিয়া। সাবেক প্রেমিক সিদ্ধার্থের বাবা হওয়ার খবরে প্রথম সন্তানের জন্য শুভ কামনাও জানিয়েছেন এ অভিনেত্রী।
কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০