স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ডিউক বল নিয়ে মোটেই সন্তুষ্ট ছিল না ভারত। দ্রুতই আকার পরিবর্তন হয়ে যাচ্ছে অভিযোগে অধিনায়ক শুভমান গিল আম্পায়ারের কাছে অন্য বল চান। আম্পায়ার বল বদল করে দিলেও অসন্তুষ্টি দেখা যায় টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মধ্যে।
আম্পায়ার বল বদল করে দেওয়ার পর মোহাম্মদ সিরাজকে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, ‘এটা নতুন বল? সত্যি সত্যি?’ ধারাভাষ্যকক্ষ থেকে হতাশা প্রকাশ করেন সুনীল গাভাস্কারও। শুধু ভারতীয় সাইড থেকে নয়, ডিউক বল নিয়ে সমস্যার কথা জানান ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইন ও স্টুয়ার্ট ব্রডও।
ডিউক বল নিয়ে অভিযোগ উঠার পর মাঠ ও আবহাওয়ার দোষ দেয় ডিউক বল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেড। এর মালিক দিলিপ জাজোদিয়া বলেছিলেন, ‘বলে জোরে হিট করা হচ্ছে। ফলে পিলার, সিট ও এসব জিনিসের ওপর প্রভাব পড়ছে… আর ইংল্যান্ডে খেলা হচ্ছে শুকনা ও শক্ত পিচে। ইংল্যান্ডে অতীতে সবুজ ও আর্দ্র পিচে খেলা হত। সেসব দিন গত হয়েছে।’
জাজোদিয়া এবার সুর বদল করেছেন। অভিযোগ আমলে নিয়ে দিয়েছেন সমাধানের আশ্বাসও। শুরুতে পুরনো বলগুলো ফেরত নেওয়া হবে। এরপর সেগুলো নিয়ে পর্যবেক্ষণ-পরীক্ষা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিবিস স্পোর্টসকে তিনি বলেন, ‘আমরা এগুলো (বল) ফেরত নেব। পর্যবেক্ষণ করে ট্যানারের সঙ্গে কথা বলব। সমস্ত কাঁচামাল সম্পর্কে- সবকিছু। আমরা যা করি তার পর্যালোচনা হবে। এরপর যদি মনে হয় পরিবর্তন করা দরকার বা আবশ্যক, আমরা তা করব।’
কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/রাত ১১:০৫