খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সুপার সার্ভিসে চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শরীয়তপুর বাস মালিক সমিতি। ১২ জুলাই শনিবার সকাল ১০টায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদাদাবীর অভিযোগ করেন বাস মালিক-শ্রমিকরা। সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে যাত্রাবাড়ি থানা সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা শরীয়তপুর সুপার সার্ভিসের একাধিক বাস ভাঙচুর করে ও শ্রমিকদের মারধর করে।
জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানায়, পদ্মা সেতু চালুর পর থেকে শরীয়তপুর-ঢাকা রুটে সরাসরি যাত্রি পরিবহন চালু হয়। এই রুটে প্রায় ২ শতাধিক বাসের মাধ্যমে ৩০ হাজার যাত্রি যাতায়াত করে। সম্প্রতি এ রুটে চলাচলকারী পরিবহন মালিকদের কাছে ৫ কোটি চাঁদা দাবী করে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৫টি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন শ্রমিকদের মারধরের করে চাঁদাবাজরা।
এ ঘটনার পর থেকেই বাস শ্রমিক ও মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মদ তালুকদার, আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার সহ অন্যান্যরা।
কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪০