শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল কসমেটিকস উৎপাদনকারী রিমার্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৪ Time View

ডেস্ক নিউজ : কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পুরস্কার হিসেবে শিল্প খাতের অন্যতম সম্মাননা ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। দেশের একমাত্র সেরা কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হিসেবে এই বিশেষ অ্যাওয়ার্ড অর্জন করলো রিমার্ক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া এই অ্যাওয়ার্ড শিল্প খাতের জন্য বিশেষ স্বীকৃতি।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালক আলমগীর আলম সরকারের হাতে এই পুরষ্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

দেশের অন্যতম প্রধান কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্পন্ন ফ্যাক্টরি বাংলাদেশের কসমেটিকস খাতের প্রথম এবং পাইওয়নিয়ার। শুধু তাই নয় প্রথমবারের মতো কসমেটিকস ও স্কিন কেয়ার উৎপাদক কোন প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড লাভ করলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি এম সাখাওয়াত হোসেন রিমার্কের ভূয়সি প্রশংসা করে বলেন, কসমেটিকসের বাজারে বিশ্বস্ততা এনে দিয়েছে রিমার্ক। মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে তারা। বিদেশি ক্রেতাদের কাছেও এখন বাংলাদেশি কসমেটিকস সমাদৃত হচ্ছে।

আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আশা করেন, আজ রিমার্কসহ যেসব প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পেল, তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে। বলেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থে পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত যা নিশ্চিত করে যে সব পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবি লিমিটেড-কে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি দেশে হালাল কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনে একটি মাইলফলক অর্জন করেছে।

রিমার্ক এর আগে বাংলাদেশের কারখানায় উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের পণ্য নিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় স্কিনকেয়ার প্রদর্শনী দুবাই ডার্মায় অংশ নেয়। সেখান থেকেও মধ্যপ্রাচ্যের বাজারে প্রায় ২ মিলিয়ন ডলারের রফতানি আদেশ পায়।

আগামী ২৫ জুন থেকে অনুষ্ঠেয় এশিয়ার অন্যতম বৃহত্ কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫এ অংশ নিচ্ছে রিমার্ক। এই প্রদর্শনীতেও বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিন কেয়ারের বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫শতাধিক পণ্য প্রদর্শিত হবে। আশা করা হচ্ছে, থাইল্যান্ডের বাইরেও আশিয়ান দেশগুলো থেকে বিপুল পরিমাণ নতুন রফতানি আদেশ পাওয়ার সম্ভাবনা তৈরী হবে।

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) জেনারেল সেক্রেটারী জামাল উদ্দীন বলেন, রিমার্ক এইচবি লিমিটেড এর এই ফ্যাক্টরি বাংলাদেশে কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য আমদানিনির্ভরতা কমিয়েছে। এতে যেমন উন্নত মানের পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করেছে, তেমনি বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকেও শক্তিশালী করেছে। দেশে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়তে বড় ভূমিকা রাখছে। আমরা যতটুকু দেখেছি, বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমাদের দেশে রিমার্কের উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরী এবং অনেক উন্নত।

উদ্ভাবনী দক্ষতা, সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের উপর জোর দিয়ে কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে রিমার্ক। নিবিড় গবেষণা ও অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে ভোক্তাদের চাহিদা মেটাতে কার্যকরী ও নিরাপদ স্কিনকেয়ার সমাধান দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমছে অপরদিকে রফতানি বৃদ্ধির মাধ্যমে অর্থনীতির চাকা সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানান সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডগুলো। ইতোমধ্যে রিমার্কের আন্তর্জাতিক পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে উৎপাদিত কসমটিকস ও স্কিনকেয়ার পণ্য অনেক দেশে রফতানি হচ্ছে এবং নতুন নতুন গন্তব্যে রফতানি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit