আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্রতর হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে। সেগুলো আঘাত হানার আগেই এ নিয়ে ইসরায়েলজুড়ে জনসাধারণকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলে হামলার সতর্কতা জারি রয়েছে।
এদিকে, ইসরায়েল ছয়টি ইরানি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের সামরিক অবকাঠামো। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর হিব্রু ভাষার ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়, দূরনিয়ন্ত্রিত যুদ্ধবিমানের মাধ্যমে তারা ইরানের ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:২০