আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোয় দুই দিনের সফরে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সোমবার (২৬ মে) থেকে শুরু হওয়া এই সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের কর্মসূচিতে বেশ কয়েকটি বৈঠক থাকলেও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে বৈঠকটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে ইউক্রেন সংকট।
পেসকভ বলেন, ইউক্রেন ইস্যু ‘স্বাভাবিকভাবেই’ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এর পাশাপাশি রাশিয়া-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও মতবিনিময় হবে।
তিনি আরও জানান, হাকান ফিদান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও আলাদা বৈঠকে বসবেন। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি নিয়েও মতামত আদান-প্রদান হবে।
এর আগেই রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, হাকান ফিদান দুই দিনের সফরে রাশিয়া যাচ্ছেন, তবে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, এই সফর আঞ্চলিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক আরও জোরদার হতে পারে এবং ইউক্রেন সংকট সমাধানে নতুন কূটনৈতিক অগ্রগতি হতে পারে।
উল্লেখ্য, তুরস্ক এর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং কৃষ্ণসাগর শস্য চুক্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন দেখার বিষয়, ফিদানের এই সফর কতটা নতুন পথ খুলে দেয়।
কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /সকাল ৫:৫১