 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনোভাবেই সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের খুব দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে।
আজ শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার আমান উল্ল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কারণ, এদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। এরা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে।
তিনি বলেন, এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। হাসিনা পালিয়ে যাবার ৮ মাস হয়েছে। কিন্তু এখনো ঢাকাতে ফ্যাসিবাদের ঝটিকা মিছিল হচ্ছে। হঠাৎ করে ঝটিকা মিছিল করে দৌঁড়ে পালিয়ে যায়। যারা অপরাধী, ষড়যন্ত্রকারী, খুনি, তারাই অপকর্মগুলো করছে। যেটা হাসিনার নেতৃত্বে বিগত ১৬-১৭ বছর হয়েছে।
ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভায় উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, সদস্য সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান হারুন প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪