 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে মোট ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এই আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে একটি সংগঠনের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে রয়েছে। তদন্ত চলাকালে তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার হিসাব থেকে অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ফলে অনুসন্ধান শেষ হওয়ার আগে এই অর্থ স্থানান্তর হয়ে গেলে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
এর আগে গত ৭ অক্টোবর আদালত এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। এরপর ধাপে ধাপে তাদের বিপুল পরিমাণ সম্পদ ও শেয়ার অবরুদ্ধের আদেশ দেয়া হয়। ১৬ জানুয়ারি ৩ হাজার ৫৬৩ কোটি টাকার শেয়ার, ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি টাকার ১৭৫ বিঘা জমি, ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি টাকার শেয়ার, ২৩ ফেব্রুয়ারি ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার, ১০ মার্চ এক হাজার ৬ বিঘা জমি, ৯ এপ্রিল ৯০ বিঘা জমি এবং একই দিনে ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।
এসব আদেশের মাধ্যমে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থপাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চলমান তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।
কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৫,/রাত ৮:২৯