ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২ জন বন্দিকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়। এ ছাড়া আরও দুইজনকে ভালো কাজের জন্য মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, মুক্তি পাওয়া ২৪ বন্দি এরই মধ্যে কারাগার ত্যাগ করেছেন।
কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪১