স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের পর চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন নিকোলাস পুরান।
ছক্কার রেকর্ডে সবার ওপরে আছেন ক্রিস গেইল। তার হাঁকানো ছক্কার সংখ্যা ১০৫৬। এরপর আছেন পোলার্ড। এই ক্যারিবীয় অলরাউন্ডার ৬১৭ ইনিংসে হাঁকিয়েছেন ৯০৮ ছক্কা। তৃতীয় স্থানে আছেন আন্দ্রে রাসেল। ৪৬৬ ইনিংসে ৭৩৩ ছক্কা হাঁকিয়েছেন রাসেল।
সোমবার দিল্লির বিপক্ষে ২৫০ স্ট্রাইক রেটে ৩০ বলে ৭৫ রান করেছেন নিকোলাস পুরান। দুর্দান্ত এই ইনিংসে সাতটা ছক্কা হাকিয়েছেন। মেরেছেন ছয়টি চারও। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের চূড়ান্ত আগ্রাসনই দেখিয়ে গেছেন নিকোলাস পুরান। অবশ্য পুরানের এমন ঝড়ো ব্যাটিংয়ের পরও জিততে পারেনি লখনৌ।
টি-টোয়েন্টিতে ২০১৩ সালে পথচলা শুরু পুরানের। এখন পর্যন্ত এই ফরম্যাটে ৩৮৫ ম্যাচ খেলেছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। আর এই ৩৮৫ ম্যাচেই অবিশ্বাস্য ৬০০ ছক্কা হাঁকিয়েছেন তিনি। আইপিএলে ৭৭ ম্যাচে এই তারকার ছক্কা ১৩৪টি।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:০০