স্পোর্টস ডেস্ক : সকাল ৯টায় ফ্লাইট। দুই ঘণ্টা আগে বিমানবন্দরে রিপোর্ট করতে হয়েছে ফুটবলারদের। সাতসকালে বিমানবন্দরে লোকের সমাগম অন্যদিনের চেয়ে একটু বেশিই ছিল। ভারতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে অন্য ফুটবলারদের হামজাকে নিয়ে বলতে হলো। তাতে উচ্ছ্বাস ঝরলো সোহেল রানা সিনিয়র এবং তপু বর্মণের কণ্ঠে। সোহেল রানার কাছে হামজা যেন দীর্ঘদিনের পরিচিত।
সোহেল বলেছেন, ‘দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন ইংল্যান্ড থেকে উড়ে আসা এই তারকা, ‘হামজা সহজে আমাদের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আমার কাছে যা বিস্ময়ের। মনে হচ্ছে ও অনেকদিন ধরে আমাদের সঙ্গে খেলছে।’জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার তপু বর্মণ দলে হামজার অন্তর্ভুক্তি সম্পর্কে বলেন, ‘বুধবার হামজা আমাদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছে। এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট। আমার কাছে মনে হয়, এটা একটা পজিটিভ দিক।’
রক্ষণভাগের এই তারকা ফ্লাইট ধরার আগে শুনিয়ে গেলেন জেতার মানসিকতার কথাও, ‘আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবার সম্পূর্ণ আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। জেতার মানসিকতাই বড় বিষয়।’
হামজা আসায় আশাবাদী দলের ম্যানেজার আমের খানও। তার কথায়, ‘আমাদের কোচিং স্টাফ যে পরিকল্পনা করছে, সেই অনুযায়ী আমাদের খেলা হবে। এবারের সফরে আমরা একটু বাড়তি আশাবাদী। সবাই অনুভব করছে, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি পুরো দলের পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত, যা আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে।’
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১:০০